শিরোনাম
চাঁদা না পেয়ে ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪ ‘জুলাই হত্যাকাণ্ডে জড়িতরা কীভাবে দেশ ছেড়ে পালালো, সেটিও বিচারের দাবি রাখে’ খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ আটক ১ রাঙ্গামাটিতে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার রাঙ্গামাটির কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা চবি শিক্ষার্থী খাগড়াছড়ির সানু,সামাজিক কাজে জাতীয় স্বীকৃতি পেলেন জুলাই সনদের খসড়া প্রকাশ,রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে চিঠি প্রাথমিকের ৬৫,৫০২ প্রধান শিক্ষক ১০ম গ্রেড পাচ্ছেন, প্রজ্ঞাপন জারি আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি মাইলস্টোনের রাঙ্গামাটির শিক্ষার্থী উক্য ছাইন মারমার শ্মশানে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঈদে ‘তাণ্ডব’র মুক্তি নিয়ে অনিশ্চয়তা, জরুরি বৈঠকে প্রযোজক ও প্রদর্শক সমিতি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- ঈদুল আজহার বিগ বাজেটের সিনেমা তাণ্ডবের মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চলছে।

এদিকে সূত্রের খবর, শ্রীলঙ্কায় যৌথ প্রযোজনার ছবিটির শুটিং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই শুটিং হয়েছে। অতীতেও এমন অনিয়মের পরও সেন্সর সনদ নিয়ে সিনেমা মুক্তি দেশে নতুন না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মহল বিষয়টি নিয়ে তৎপর বলে জানা গেছে।

যদিও ঈদুল ফিতরেও অনুমতি ছাড়া ‘বদবাদ’ সিনেমার দেশের বাহিরে শুটিং করার অভিযোগ ছিল প্রযোজক ও পরিচালকের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

ঈদের সিনেমার ক্ষেত্রে কিছু প্রযোজকের বেপরোয়া আচরণে ক্ষিপ্ত দেশের চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির বড় একটি অংশ।

জানা গেছে, যৌথ প্রযোজনা থেকে শুরু করে দেশের সিনেমা বিদেশে মুক্তি দিলেও সরকার এর থেকে কোনো অর্থ পাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অতীতেও তুফান ছবির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে এফডিসিতে প্রযোজকরা সংবাদ সম্মেলন করেছিলেন। তবে লাভের লাভ কিছুই হয়নি।

এসভিএফ, আলফা আই প্রযোজিত তাণ্ডব সিনেমার সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি আর সহযোগিতা করেছে দীপ্ত।

এদিকে ৩ জুন সিনেমার পরিচালক রায়হান রাফী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চাইলেও সেটি পিছিয়েছেন। ঈদে তাণ্ডবের ভাগ্য কী আছে তা সময়ই বলে দেবে।

অন্যদিকে মঙ্গলবার (৩ জুন) ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রাত ৭ টায় পল্টনে প্রযোজক সমিতির অফিসে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা গেছে। সেখানে ঈদের সিনেমার অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions