খাগড়াছড়ি:- খাগড়াছড়ির আলুটিলায় ইটবোঝাই টাক্ট্রর ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার (২৪ মে) সকালের দিকে আলুটিলার ময়লার টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। কাভার্ড ভ্যান ও টাক্ট্ররের মুখোমুখি সংঘর্ষে তৎক্ষণাৎ কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে আহত হয় ৪ জন।
আহতেরা হলেন রমজান আলী (২৭), থৈয়াপ্রুমারমা (২০), রহিম (৩০), শাহিন (৩০)। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা সকলে মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী কাভার্ড ভ্যান ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ ও আহতের উদ্ধার করে। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার আহতদের আর্থিক সহায়তা তুলে দেন।
প্রাথমিক ভাবে পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের ফলে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিলো। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর কার্ভাড ভ্যানে আগুন লেগে যায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।