অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- একসময় সচ্ছল জীবন ছিল সাগর হোসেনের। কুষ্টিয়ার কুমারখালীর এই যুবকের ছিল মোটরসাইকেলের শোরুম। ছিল সুন্দর একটি আধাপাকা বাড়ি। মাত্র এক বছরের ব্যবধানে সবই হারিয়েছেন।

যে সর্বনাশা আসক্তিতে তিনি বিত্ত-বৈভব খুইয়ে নিঃস্ব হয়েছেন, এটি অনলাইন জুয়া।

অনলাইনভিত্তিক জুয়া ‘ওয়ান এক্স বেট’ ও ‘গ্লোরি ক্যাসিনো’ খেলতে গিয়ে সর্বস্ব হারান সাগর। ২১ লাখ টাকায় বাড়ি, ১৫ লাখ টাকায় শোরুম বিক্রি করেও সমাধান হয়নি। এখনো সাড়ে তিন লাখ টাকা দেনা এই যুবকের।

নিজের ভুল বুঝতে পেরে গত ৯ মে কুমারখালীর পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে ‘তাওবা’ করেছেন সাগর। যাদের এখনো এই আসক্তি রয়েছে, তাদের উদ্দেশে ঘোষণা দেন, ‘এমন সর্বনাশা পথে আর পা দেবেন না।’ এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি ভাইরাল হয়।

সাগর গণমাধ্যমকে বলেন, ‘আমার ছিল বিলাসী জীবন।
মোবাইলের জুয়া খেলে সব হারিয়েছি। আপনারা এ শিক্ষা নেন—কেউ জুয়া খেলবেন না। অসৎ পথে কেউ বড়লোক হতে পারে না।’ তিনি বলেন, ‘আমার তিনটি মেয়েসন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে তাওবা করেছি, আর কোনো দিন মোবাইলে জুয়া খেলব না।

সাগরের ভাষ্য, ‘আমার এলাকার শত শত মানুষ এই জুয়া খেলে। আর কেউ যেন লোভে পড়ে সর্বস্বান্ত না হয়।’ সে জন্য তিনি মানসম্মান ত্যাগ করে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেছেন।

সাগরের মতো অনলাইন জুয়ায় মত্ত দেশের আরো অনেকে। শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এর পরিধি। এই মোহে পড়ে নিভৃতে নিঃস্ব হচ্ছে বহু মানুষ। এর বিরূপ প্রভাবে ভেঙে যাচ্ছে বহু সংসার, পারিবারিক বন্ধন। আর্থিক টানাপড়েন আর দেনা সামলাতে অনেকে জড়াচ্ছে নানা অপরাধে।

অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ টাকা গচ্চা যাওয়ায় সেই টাকা জোগাতে গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারের ‘পেয়ালা ক্যাফে’তে পরিকল্পিতভাবে আগুন দেন ক্যাফের ম্যানেজার মো. মেহেদী হাসান রিমন (৩১)।

ওই সময় প্রাথমিক তদন্ত শেষে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বলেন, ‘রিমন অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলতে তিনি ক্যাফের ক্যাশ থেকে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন এবং হেরে যান। পরে টাকাটা ফেরত না দিতে তিনি আগুন লাগানোর নাটক সাজান।’

সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করা হয়েছে।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা বিভাগ, বিটিআরসি ও সাইবার ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সূত্র বলছে, সারা দেশে অনলাইন জুয়ার সঙ্গে ৫০ লাখের বেশি মানুষ জড়িত। বিটিআরসি কয়েক বছরে অবৈধ প্রায় তিন হাজার জুয়ার সাইট ব্লক করেছে। অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে হাজার কোটি টাকা। এসব অনলাইন জুয়ার সাইট দুবাই, রাশিয়া, সাইপ্রাস চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়ে আসছে। আর বাংলাদেশে আছে তাদের প্রতিনিধি।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিভিন্ন চটকদার বিজ্ঞাপন প্রচার করা হয়। এতে প্ররোচিত হয়ে অধিক আয়ের আশায় জুয়া খেলায় ঝুঁকছে মানুষ। দিন দিন অনলাইন জুয়াড়ির সংখ্যা বাড়ছে। জুয়া খেলে বেশির ভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন জুয়ার আসক্তিতে নিঃস্ব একাধিক যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, অনলাইন জুয়া শুধু ব্যক্তির জীবনই ধ্বংস করছে না, এর বিরূপ প্রভাব পড়ছে গোটা পরিবার ও সমাজে। পরিবারে অশান্তি, অবাধ্যতা, আর্থিক টানাপড়েন, নৈতিক অবক্ষয় বাড়ছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘তরুণসমাজের কারো কারো মধ্যে বিনা পরিশ্রমে হুট করে অধিক অর্থ উপার্জনের যে লোভ বা আকাঙ্ক্ষা, এটি তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণসহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব হবে না।’

সূত্র বলছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে জুয়ার মাধ্যমে কথিত উপার্জিত টাকা দেশের অনুমোদিত কোনো ব্যাংকে লেনদেন সম্ভব নয়। এ কারণে স্থানীয় এজেন্টদের মাধ্যমে এসব কথিত জুয়ার টাকা উত্তোলন করা হচ্ছে। ভিপিএন সফটওয়্যার ব্যবহার করে রাতভর মোবাইল ফোনের অ্যাপে চলছে রমরমা জুয়ার আসর। এতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীও কোনো কূলকিনারা করতে পারছে না।

পুলিশের গোয়েন্দা ও সাইবার শাখার একাধিক কর্মকর্তা জানান, অনলাইন জুয়াচক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা অনুসন্ধান করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, প্রায়ই অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িদের ধরা হয়। এ ছাড়া জুয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কাছে ভুক্তভোগীরা এলে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তবে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই মহামারি রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন পুলিশের এই কর্মকর্তা।কালের কণ্ঠ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions