ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে: ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই দেশ পাল্টা-পাল্টি হামলায় ভয়াবহ অবস্থায় পৌঁছার পর ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাতে দীর্ঘসময় আলোচনার পর আমি সন্তুষ্টির সঙ্গে এ ঘোষণা দিচ্ছি যে, ভারত ও পাকিস্তান অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ খবরের সত্যতা স্বীকার করেছেন। ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, সাধারণ জ্ঞান এবং বড় আকারে গোয়েন্দা ব্যবহারের জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।

ওদিকে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। নিরপেক্ষ কোনো স্থানে এ বিষয়ে বিস্তৃত আলোচনা শুরুর করার জন্যও অভিনন্দন জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবিও বলেছেন, ৪৮ ঘণ্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এর মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও অসিম মলিক। রুবিও লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেয়ার ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী মোদি ও শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনাকোচিত ভূমিকার প্রশংসা করি।

ওদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ভারতের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে যাচ্ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রত্যাশিত। এক্ষেত্রে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে আপস হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions