রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় চালক সাগর গুরুতর আহত হন এবং বর্তমানে সে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, মালামাল বহনকারী একটি ছয় চাকার ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী বিজয় চাকমার মৃত্যু হয়। তিনি ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বিজয় জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রলির সহকারী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় রাতে মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে যায়।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অপমৃত্যু মামলা রুজু করে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।