সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জুলাই-আগস্টে গণহত্যার প্রথম মামলা হিসেবে রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে।

১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন করে তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে ৯০ পৃষ্ঠার।

সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এসব তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, চানখারপুলের গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। গতকাল রোববার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যদিয়ে জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে।

চানখারপুলে গত ৫ আগস্ট ৬ জন নিহত হন। এই রিপোর্টে আমরা ৮ জনকে আসামি হিসেবে পেয়েছি। এই ৮ জন আসামির মধ্যে রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মো. ইমরুল সাবেক এসি রমজান ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

তিনি আরও বলেন, কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিও’র মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের সাবেক আইজির সংশ্লিষ্টতাও রয়েছে। এ মামলার চারজন আসামি পলাতক রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions