ডেস্ক রির্পোট:- ভারতের বন্দর ও বিমানবন্দরগুলোতে জটের কারণে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল এ-ও বলেন, ‘তবে আমি এ বিষয়টিও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর দিকেও তাকান।’
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্রে বাংলাদেশি পণ্য সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় আমরা। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী ভারত।’