রাঙ্গামাটি:- ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মুসল্লীদের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের ধ্বংস খুব শিগগিরই হবে। ইমাম মেহেদী আসবেই। ইসরাইলের হাজার হাজার অন্যায়ের জবাব মুসলমানদের দিতে হবে। এইজন্য সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এসময় বক্তারা সকল ইসরাইলী পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ সভার পর মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সভায় বনরূপা জামে মসজিদের পেশ ইমাম সুলতান মাহমুদ আল কাদেরীর সভাপতিত্বে অত্র মসজিদের খতিব ইকবাল হোসেন আল কাদেরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ফিলিস্তিনীদের উপর বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মুসল্লীদের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের ধ্বংস খুব শিগগিরই হবে। ইমাম মেহেদী আসবেই। ইসরাইলের হাজার হাজার অন্যায়ের জবাব মুসলমানদের দিতে হবে। এইজন্য সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এসময় বক্তারা সকল ইসরাইলী পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ সভার পর মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সভায় বনরূপা জামে মসজিদের পেশ ইমাম সুলতান মাহমুদ আল কাদেরীর সভাপতিত্বে অত্র মসজিদের খতিব ইকবাল হোসেন আল কাদেরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।