রাঙ্গামাটি:- নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা শাখা তনচংগ্যা কল্যাণ সংস্থার আয়োজনে ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও অতিথি বরণের মধ্য দিয়ে বিজু উপলক্ষে ৬ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ রাজস্থলী উপজেলা সংস্থার উদ্যােগে এ জমকালো ঘিলা খেলা আয়োজনের উদ্বোধন করা হয়।
সভায় বক্তরা বলেন, ঐতিহ্যবাহী বিযু উৎসব সকল জাতি, ধর্মের মানুষের উৎসব। সকলে মিলেমিশে ঐহিত্যকে ধারনের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। একই সাথে সংস্কৃতি চর্চাসহ ধর্মের প্রতি ভালোবাসা এবং ধারণ করে জাতি-ধর্ম ও মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। তাই সকলে ঐতিহ্যকে তুলে ধরে নিজের পথচলার আহ্বান জানান অতিথিরা।
আলোচনা সভার পর তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নানান নৃত্য পরিবেশনা করা হয়। পরে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে ঘিলা খেলা উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যার উপস্থাপনায় ঘিলা খেলা কমিটির সভাপতি শাক্য মিত্র তনচংগ্যার সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী ঘিলা খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার ও উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বিশ্বাস।
এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, হেডম্যান প্রেমা তালুকদার, যুবদলের সদস্য সচিব উজ্জল কুমার তনচংগ্যা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা, শাক্য মিত্র তনচংগ্যাসহ সকল সম্প্রদায়ের মানুষ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।