শিরোনাম
জলকেলিতে মেতেছে পাহাড়ের মারমা তরুণ-তরুনীরা,খুঁজে নেন জীবন সঙ্গী ড. ইউনূসকে চিঠিতে যা বলেছে বিএনপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীকে অপহরণের ইউপিডিএফ্এর সশস্ত্র গ্রুপ জেএসএস এর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের মানুষ,চাঁদা না দেয়ায় বন্ধ করে দেয়া হয় কাজ রাঙ্গামাটিতে এসএসএসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা, ৩ শিক্ষক আটক ৮ মাসে আরও দিশেহারা আ. লীগ রেকর্ড গড়ে জিতে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ মার্কিন বাজার ধরে রাখতে ‘পরিকল্পনা মিশন’ নিয়ে নামতে হবে,বাংলাদেশের স্বপ্নের ৯০ দিন ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জেমস প্যামেন্টকে। ইংল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী এই কোচ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এর আগে, আইপিএলসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্যামেন্টের।

ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তিনি নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। লম্বা সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন প্যামেন্ট। ২০১৮ সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন তিনি।
কিছুদিন আগ পর্যন্তও ফ্র্যাঞ্চাইজিটিতে সহকারী কোচ হিসেবে ছিলেন। সেখানে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের ওপর বাড়তি গুরুত্ব দিতেন তিনি।

এর আগে পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন প্যামেন্ট। দেশটির ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোচও ছিলেন।
সে সময় নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশালিস্ট টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।

২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সময় প্যামেন্ট নিউজিল্যান্ডের সহকারী কোচ ছিলেন। তিনি কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্র দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকাও পালন করেন।

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে প্যামেন্ট বলেছেন, ‘অত্যন্ত প্রতিভাবান একটি দলের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions