রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ প্রদানে বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহসহ
বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সচেতন ছাত্র-জনতা।
শনিবার সকাল ১১টায় বৈষম্যের শিকার বাঙালি সহ পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বনরূপা সিএনজি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
পিসিসিপির রাঙ্গামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, নাগরিক সমাজের প্রতিনিধি শ্যামল বড়ুয়া, ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ এর শিক্ষার্থী মো: শওকত হোসেন, মো: খলিলুর রহমান, মহিউদ্দিন নুহাশ, ইসমাঈল গাজী প্রমুখ।
সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ, বড়ুয়া নেতৃবৃন্দ, মারমা নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার অপসারণসহ কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ সচেতন ছাত্র-জনতা।