ডেস্ক রির্পোট:- ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই জেলা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য জিনিসপত্র জব্দ করেছে বিএসএফ এবং মিজোরাম পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এসময় গোলাবারুদ এবং বিস্ফোরক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে একজন মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) নাগাল্যান্ড ট্রিবিউন নামের একটি নিউজ পোর্টাল বিএসএফ এবং মিজোরাম পুলিশের বরাত দিয়ে এ সংবাদ প্রচার করেছে।
খবরটিতে বিএসএফের এক মুখপাত্রের উদ্ধিৃতি দিয়ে বলা হয়েছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মিজোরাম এবং কাছাড় ফ্রন্টিয়ারের অধীনে ৯২ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মিজোরাম পুলিশের সাথে যৌথ অভিযান চালিয়ে রাজ্যের লুংলেই জেলা থেকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক এবং বিভিন্ন ধরনের জিনিসপত্রের বিশাল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে।
শনিবার (২২ মার্চ) রাতে বাংলদেশ সীমান্তবর্তী আসামের লুংলেই জেলার একটি বাড়ি থেকে জব্দ করা গোলাবারুদের মধ্যে রয়েছে ৬ হাজার ২০০ রাউন্ড ৭.৬২ মিমি একে সিরিজের রাইফেল, ১৮০০ মিটার কর্ডেক্স, ৬০০ ডেটোনেটর, ২০ মিটার সেফটি ফিউজ এবং বিভিন্ন সরঞ্জাম।
মিজোরাম পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জব্দকৃত অস্ত্রের বিস্তারিত জানার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সন্দেহ করছে, বিশাল গোলাবারুদের এ চালানটি মিয়ানমার অথবা বাংলাদেশের সশস্ত্র গ্রুপগুলোর কাছে পাচার করা হচ্ছিল।
তবে জব্দ করা এসব গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জন সংহতি সমিতি (সন্তু) গ্রুপের বলে ‘ত্রিপুরা রাজ্যে জনজাতি সংঘ’ নামের একটি ফেসবু আইডি থেকে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে। সেখানে আরও বলা হয়, ভারত বিদ্বেষী সন্তু গ্রুপকে জায়গা দিলে ভারতে অবস্থান করা চাকমারা শীঘ্রই অস্ত্র চোরাচালানকারী হিসাবে চিহ্নিত হবে।
উল্লেখ্য, ৪০ দিনের ব্যবধানে আবারও এই লুংলেই জেলা থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য জিনিসপত্র এই সামরিক সরঞ্জামের চালানটি আটক করা হলো। গত ১২ ফেব্রুয়ারি মিজোরাম পুলিশ দক্ষিণ মিজোরামের লুংলেই বাজারে একটি গাড়ি আটক করে এবং দুটি AK-47 রাইফেল, পাঁচটি মার্কিন তৈরি M4 কার্বাইন, ২০টি ম্যাগাজিন, ৫০৪ রাউন্ড ৭.৬২ মিমি গোলাবারুদ এবং ৪,৬৭৫ রাউন্ড ৫.৫৬ মিমি গোলাবারুদ উদ্ধার করেছিল।