খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে জেলা বিএনপি সদর হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করেছে। রবিবার বিকালে জেলা সদর হাসপাতালে রোগীদের বেডে বেডে গিয়ে ইফতার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি জানান, ৪০০-এর অধিক রোগী ও তাদের সাথে থাকা আত্মীয়-স্বজনদের কাছে ইফতার তুলে দেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় জেলা মহিলা দলের নেত্রী কুহেলী দেওয়ানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।