রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক ও রাঙ্গামাটি জেলা আহলে সুন্নাতের অন্যতম উপদেষ্টা প্রয়াত আলহাজ¦ একেএম মকছুদ আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলা। স্মরণসভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সাংবাদিক একেএম মকছুদ আহমেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। লেখনির মাধ্যমে তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনাকে সরকার ও বিশ^বাসীর কাছে তুলে ধরেছিলেন। পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ^বাসীর কাছে তুলে ধরা এবং এখানকার শিক্ষার উন্নয়নে তাঁর লেখনি অগ্রণী ভুমিকা রেখেছে। বক্তারা পাহাড়ের কীর্তিমান এই পুরুষকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক(রাজস্ব) মোঃ ইমরানুল হক। স্মরণসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবীব আজম, হযরত আব্দুল ফকির (র) মাজার,মসজদি, এতিমখানা ও হেফজ খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা আহলে সুন্নাতের সহ সভাপতি মোঃ আব্দুল শুক্কুর প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ রবিউল আলম রবি, সাবেক কাউন্সিলর শহিদ উদ্দিন চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব শামীম জাহাঙ্গীর, রাঙ্গামাটি সুন্নী ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রাঙ্গামাটি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু,, তবলছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, কাউখালী আহলে সুন্নাতের প্রতিনিধি মাওলানা মনজুর আলম, প্রকৌশলী তমিজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক একেএম মকছুদ আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।