রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে আহত ১

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮১ দেখা হয়েছে

আবদুল্লাহ আল নোমান,বাঘাইছড়ি রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের পশিম মুসলিম ব্লক এলাকার নুর আলীর দোকান সংলগ্ন চায়ের দোকানের সামনে টাকা দেনা পাওনা নিয়ে মোশাররফ হোসেন (৩০) ও তার ভাই সুমন(২০) দুজনে মিলে রিয়াদ(২১) নামে এক যুবকের সাথে ঝগড়া পরবর্তী হাতাহাতির পর রিয়াদের পেটে ছুরি দিয়ে ও মাথায় গ্লাস দিয়ে আঘাত করে মোশাররফ, গুরুতর অবস্থায় রিয়াদ কে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়।

শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বে এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা, মোশাররফ ও সুমন কে স্থানীয় জনগণ আটকে রাখে এবং রিয়াদ কে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি প্রেরণ করেন৷

খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে মোশাররফ ও সুমনকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে তারা পুলিশ পাহাড়ায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এলাকার পরিবেশ শান্ত আছে, ঘটনাকে কেন্দ্র করে এখনো কোন অভিযোগ হয়নি তবে আহত রিয়াদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions