ডেস্ক রির্পোট:- ‘পার্বত্য চট্রগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ স্যানিটেশন’ প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। দোহা, দেবকন এবং আডব্লিউএম –কে যৌথভাবে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৩ টাকা।
মঙ্গলবার (১১মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ‘পার্বত্য চট্রগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ স্যানিটেশন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে দোহা, দেবকন এবং আডব্লিউএম -কে নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৪৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৩ টাকা।
পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে খাগড়াছড়ি পৌর পানি সরবরাহ, কুমিল্লা ও ঈশ্বরদী ক্লাস্টারে ৮টি পৌরসভায় এবং দেশের উপকূলীয় ২২টি পৌরসভার স্যানিটেশন ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে নতুন প্রকল্প প্রণয়নের প্রস্তুতি।
এছাড়া বৈঠকে ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত একটি সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয়েছে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি’র নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান
যৌথভাবে হাস্কওনিং ডিএইচভি নেদারল্যান্ড বি.ভি (নেদারল্যান্ডস) এবং দেব কনসালট্যান্ট লি. বাংলাদেশকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। এর জন্য ব্যয় ধরা হয় ৪৫ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৯২৮ টাকা। এখন উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের অনুমোদন নিয়ে প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়া হলো।