শিরোনাম

নতুন সিভিল সার্জন নিয়োগ ৪১ জেলায়,প্রজ্ঞাপন জারি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রথম প্রজ্ঞাপনে ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- রাজবাড়ী জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জের ডা.এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা.এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাট ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম, কুমিল্লায় ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান, ময়মনসিংহ ডা.মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবান ডা মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন ও মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন- বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন ডা. এস এম মনজুর-এ- এলাহী, কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান, কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক, ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান, জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক ও মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions