শিরোনাম
রাঙ্গামাটিতে জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতারা রোজার আগেই পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল পাহাড়ের অস্তিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে: আপ্রু মং রাঙ্গামাটির বাঘাইহাট জোন কর্তৃক অবৈধ ভারতীয় সিগারেট জব্দ রাঙ্গামাটির দুই বিএনপি নেতার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় রহস্যজনক স্ট্যাটাস ! রাবিপ্রবির ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ গ্রেপ্তার রাঙ্গামাটিতে বুনো হাতির আক্রমণে নিহত ১ রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলো সেনাবাহিনীর বাঘাইহাট জোন

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। সারা দেশ থেকে দলটির কর্মী-সমর্থকরা সমাবেশ স্থলে এসেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বরিশাল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ ল বিভিন্ন স্লোগানে মুখর হতে থাকে। বাস থেকে নেমে কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হন।

এ সময় তাদের ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে খুলনা থেকে সমাবেশে আসা মিজানুর রহমান কবির বলেন, জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের জীবনদানের প্রত্যাশা যেন পূরণ হয়, নতুন দলের কাছে এই প্রত্যাশাই করি।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলটির সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions