রাঙ্গামাটি:- মাত্র দুইদিন আগেই,২৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলা বিএনপি ১৯ বছর পর শহরে বিশাল জনসভা করে সবাইকে চমকে দিলো। দৃশ্যত সফল আয়োজন নিয়ে নেতাকর্মীদের মধ্যেও উচ্ছাস চোখে পড়ছে। কিন্তু আয়োজনের ভেতরে বাহিরের নানা বিষয় নিয়ে আলোচনা কিন্তু আছেই। এরমধ্যেই রাঙ্গামাটি জেলা বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে সুপরিচিত ও বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বৃহস্পতিবার সকালে দেয়া একটা স্টাটাসে নানান ইঙ্গিত মিলছে। ফেসবুক দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন-‘ `মাঝে মাঝে মূল্যহীন হয়ে গেলেও ধৈর্য্য ধরে অপেক্ষা করা লাগে। আপনার সময় এলে আপনি ঘুরে দাঁড়াবেন। মাঝে মাঝে কারো কারো অবহেলা সহে নিতে হয় ।
উপযুক্ত সময় এলে তাকে জবাবটা দিতে জানতে হয়।
এই যে আপনার স্হির থাকাটা আপনাকে শিক্ষা দিবে আপনার সময় গুলোকে কিভাবে খরচ করতে হবে তার উপযুক্ত করে তোলবে।
কারো মিষ্টি কথার ফাঁদে মাঝে মাঝে আটকা পরতে হয়, তাহলে মানুষের কত মোখশ পড়া মুখ আছে দেখার সৌভাগ্য মিলে। মাঝে মাঝে ঠঁকে শিখতে হয়,মানুষ মানুষকে কি ভাবে কত আয়োজন করে ঠকায় ।
আপনি কখনোই আপনার জীবনের খারাপ অভিজ্ঞতাকে,খারাপ ভাবে নিবেন না। আপনি মনে করবেন আপনার পুরো জীবনের একটা মাইল ফলক পার করতে এই যে ঠঁকে যাওয়া,মানুষের অপমান, কারো কথার তীক্ষ্ণ ধারে বিদ্ধ হওয়ার যন্ত্রনা, কারো মিথ্যা মুখোশ সবই আপনার মূল্যবান শিক্ষা।
ভাবুন তো এই শিক্ষা না,হলে এই যে ফেরেশতার মতন মানুষ গুলোর নোংরা চরিত্রের দেখা পাইতেন কি ভাবে। মানুষ সহজাত ভাবে নিজের আঁধার দিক লুকাতে পছন্দ করে ।জীবনে আপনি অনেক মানুষের দেখা পাবেন, তার চরিত্রের দিক গুলো খুব সাদা ভাবে আপনার কাছে উপস্হাপন করবে, কিন্তু সময়ের সাথে সাথে তার মুখোশ খুলতে শুরু করবে ।
এক সময় জানতে পারবেন, এই সাদা মনের ভোলা ভালা আপনার চারপাশের কিছু বোকা বোকা মানুষ আছে,আর সে মানুষ গুলো ই কত ভয়ংকর চিটার ও বাটপার। তাদের রক্তের নিউরনে নিউরনে স্বার্থপরতা হিংস্র পশুর মতন লুকানো।আপনাকে তার স্বার্থে আঘাত লাগলে,আপনার প্রিয়জন থেকে নিজেকে সরিয়ে, আপনাকে নিলামে তুলে দিবে ।।’
পনিরের স্ট্যাটাসের নীচেই মন্তব্য করেছেন জেলা বিএনপির আরেক প্রভাবশালী নেতা,সাবেক পৌর মেয়র ও বর্তমান রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো। তিনি পনিরকে উদ্দেশ্য করে লিখেছেন-`ভাই হরিণের গলাও কিন্তু বাঘ চেপে ধরে রাখে তার অর্থ এই নয় হরিণের প্রিয় বন্ধু, আর আমাদের প্রিয় নবাব সিরাজদৌলার পাশাপাশি মীর জাফর আলী খানও ছিল, তার অর্থ এই নয় মীর জাফর আলী খুব কাছের মানুষ ছিল।’
শীর্ষ এই দুই প্রভাবশালী নেতার স্ট্যাটাস ও মন্তব্য ঘিরে নেতাকর্মীরাও নানান মন্তব্য করছেন। বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পনিরের মন্তব্যকে সমর্থন করে নানান মন্তব্য লিখেছেন।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনায়, হঠাৎ দুই শীর্ষ নেতার রহস্যজনক স্ট্যাটাস ও মন্তব্য। অনেকেই মনে করছেন,রাঙ্গামাটি জেলা বিএনপির রাজনীতিতে সম্ভবত নয়া কোন বাঁক নিতে যাচ্ছে, এই দুই নেতার নেতৃত্বে !
প্রসঙ্গত, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের ন্যুনতম ভোটে ভোটে বর্তমান জেলা সভাপতি দীপন তালুকদারের কাছে ভূট্টো , এবং সেক্রেটারি মামুনের কাছে পনির পরাজিত হয়েছিলেন। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। এমন সময়ে ন্যুনতম ভোটে পরাজিত দুই নেতার রহস্যজনক স্ট্যাটাস ও মন্তব্য হয়ত নতুন কোন বার্তাই দিচ্ছে।পাহাড়২৪