হাটহাজারী:- হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনকে যোগদানের চার মাসের মাথায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বদলি করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এই বদলির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাছান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে লুৎফর নাহার শারমিনকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ২৭ ফেব্রুয়ারি অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
৩৮তম বিসিএস কর্মকর্তা লুৎফর নাহার শারমিন গত বছরের (২০২৪) ২৩ অক্টোবর হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।