শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ চাঁদাবাজির টাকায় কিনছে ভারি অস্ত্র রাঙ্গামাটিতে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী, এসিল্যান্ড বললেন কিছু হবে না! শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী? গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার রাঙ্গামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে বিজু ও ১লা বৈশাখ উদযাপন সউদী রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেছিল প্রতারক চক্র ধারাবাহিক সংঘর্ষ, রাজৈরে ১৪৪ ধারা জারি ঐশ্বরিয়ার প্রেম প্রকাশ্যে

রাঙ্গামাটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে রাঙ্গামাটিতে কেক কাটা উৎসবও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় শহরের রাঙ্গামাটি রির্পোটার্স ইউনিটির সম্মেলন কক্ষে এসব কর্মসূচি পালন করে পত্রিকাটির পাঠকসংগঠন স্বজন সমাবেশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টাবীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণসহ তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এতে।

স্বজন সমাবেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি এম.কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ রাঙামাটির পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলমসহ স্থানীয় সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তি ও স্বজন সমাবেশ রাঙ্গামাটির স্বজনরা।

বক্তারা বলেন, যুগান্তর শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। সব সময়সত্য ও তথ্য নির্ভরসংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক যুগান্তর। এজন্য গণমানুষের মুখপত্র হিসাবে পাঠক প্রিয়তায় দেশের এ শীর্ষ দৈনিকটি। আগামীর পথচলাতেও দেশ ও গণমানুষের কল্যাণে দৈনিক যুগান্তরের ভূমিকা বলিষ্ঠ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions