শিরোনাম
ওষুধের মেয়াদ নিয়ে উদাসীনতা, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু : ইউনিসেফ অগাস্টিনা ও সন্তু লারমার বিচার দাবি পার্বত্যবাসীর জাতিসংঘে অগাস্টিনা চাকমার সেনাবিরোধী বিষোদগার খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ইস্যুতে উত্তপ্ত খাগড়াছড়ি বান্দরবানে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় আ’লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে পিসিএনপির প্রতিনিধি সম্মেলন খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে পাহাড়ী-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা, আটক–৪ নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ,প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান খাগড়াছড়িতে আ.লীগ নেতা আটক

নির্বাচনের রোডম্যাপ ঘোষনাসহ নানা দাবিতে রাঙ্গামাটিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ , আইন শৃংখলার উন্নতি , পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে রাঙ্গামাটি জেলা বিএনপি বিশাল জনসভা করে।
বিএনপির জনসভায় যোগ দিতে পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলার পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা রাঙ্গামাটি শহরে এসে জমায়েত হয়।
২৪শে ফেব্রুয়ারি, সোমবার, বেলা ২টায় রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয এই জনসভা।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবংদ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত এই জনসভা ঘিরে রাঙ্গামাটিতে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।
জনসভা সফল করতে রাঙ্গামাটির এই জনসভা হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে।
নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে , দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবী জানান।
রাঙ্গামাটি জেলা বিএনপি’র স্মরণ কালের এ জনসভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাঙ্গামাটির জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবের রহমান শামীম, হারুনুর রশিদ (ভিপি হারুন) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংস্কারের নামে কালক্ষেপণ না করে গনতন্ত্রের উত্তরনে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions