খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মারিয়াম আক্তার উর্মি গ্রেফতার হয়েছে। রোববার(১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর থেকে তাকে পুলিশ আটক করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতের মৃধা জানান, আটক উর্মির বিরুদ্ধে জুলাই-আগষ্ট বিপ্লবে জেলা সদরের ভুয়াছড়িতে আন্দোলন কারীদের উপর তার নেতৃত্বে হামলার অভিযোগে মামলা রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত খাগড়াছড়ি পৌনে এক শতাধিক নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলছে,সন্ত্রাসীদের নির্মল না করা পর্যন্ত অভিযান চলছে।