প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদ।

অবৈধভাবে ক্ষমতায় থাকতে জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার মানুষকে পঙ্গু করা, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে চালানো ইতিহাসের এ জঘণ্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে।

উক্ত স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা সংঘটক বিপিন জ্যোতি চাকমা, রাঙ্গামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান,রাঙ্গামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক এবং যুব নেতা আজিজুল ইসলাম নাহিদ,ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজের সদস্য সচিব রবিউল আওয়াল এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions