ডেস্ক রির্পোট:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের মার্কিন সফরসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানালো ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিকদের কাছে এই সফরের কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১২ ফেব্রুয়ারি আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প শপথ নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশে যাওয়ার আমন্ত্রণকে দু’দেশের সুসম্পর্কেরই প্রতিফলন বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। তিনি আশা প্রকাশ করেন, এই সফরে ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো, ভারতের উপর শুল্ক চাপানোর মতো নানা হুমকির আবহে মোদির এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরেই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। গত ২৭ জানুয়ারি ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দু’জনের দীর্ঘ আলোচনা হয়েছিল। পরের দিন ট্রাম্প জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে। কবে মোদি যুক্তরাষ্ট্রে যেতে পারেন, তা নিয়ে চর্চা চলছিল।