রাঙ্গামাটি:- আজ বৃহস্পতিবার বেণুবন, বেতবুণিয়া, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলার বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ আয়োজিত বেণুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহার’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত উত্তমানন্দ মহাথের’র ১৫তম প্রয়াণ দিবস, ভূমি দাতা প্রয়াত পাইবউ মারমা ও রাউজান মহামুনি গ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী সত্যজিত চৌধুরীর স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভার সভাপতিত্ব করেন পশ্চিম সোনাইছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত নাইন্দা বাসা মহাথের।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যম মনাইপাড়া শান্তিদ্বয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী সার্বজনীন রত্নাঙ্কুর বিহার উপাধ্যক্ষ ভদন্ত ইদ্দিপঞ্ঞা মহাথের। সদ্ধর্মদেশক ছিলেন ঢাকা ধর্মারাজিক বৌদ্ধ মহাবিহার উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন,
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ধীমান বড়ুয়া।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সদস্য শ্যামল চৌধুরী, সম্ভু বড়ুয়া, সাবেক মেম্বার সুমেধু বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, এসআই শুভ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য অরুনজিতা চাকমা, চম্পা চাকমা, স্থানীয় সাধন চন্দ্র বড়ুয়া, বনপদ বড়ুয়া, সাগর বড়ুয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুব সমাজের সদস্যরা ও বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ প্রমূখ।
অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভার অনুষ্ঠানটি পরিচালনা করেন বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথের।