যুব সমাজের উচিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা-ইউএনও আতিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ দেখা হয়েছে

কাউখালী,রাঙ্গামাটি:-কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেছেন, ‘প্রশিক্ষণ হলো, এমন একটি বিষয় যা পড়াশোনা ও ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যবর্তী শূন্যস্থানকে পূরণ করে। সুতরাং আমাদের যুব সমাজের উচিত প্রশিক্ষনে লব্ধকৃত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হওয়া।’

তিনি আরো বলেন, ‘আমরা যে সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাস্তবায়নের জন্য এই তরুন যুব সমাজকে আবশ্যিকভাবে বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করতে হবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করে সাবলম্বী হতে হবে।

তিনি বৃহস্পতিবার কাউখালীর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান আরো বলেছেন পূর্বেও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এসব প্রশিক্ষণের মাধ্যমে অনেকেই সাবলম্বী হয়ে সফলতার মুখ দেখেছেন বলে জানা যায়। ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা আরো বৃদ্ধি পায় সেই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

কাউখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত প্রশিক্ষনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, বায়োগ্যাস প্রকৌশলী শরীফ হোসেন, ক্রেডিট এন্ড মার্কেটিং কর্মকর্তা সুমন চাকমা, ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন ও ছগির আহাম্মদ প্রমুখ। প্রশিক্ষনে ত্রিশজন যুব/যুবতী অংশ গ্রহন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions