আন্তর্জাতিক ডেস্ক:- সুইডেনের ওরেব্রো শহরে রিসবার্গস্কা স্কুলে বন্দুক হামলায় বন্দুকধারীসহ প্রায় ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ‘সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন পুরুষ এবং নিহতদের মধ্যে তাকেও পাওয়া গেছে। তবে এর আগে তার কোনো অপরাধের ইতিহাস ছিল না। তাৎক্ষণিকভাবে তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, পাঁচজনকে গুলি করা হয়েছে এবং ঘটনা হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্র অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।