‘প্রশাসনকে দোসরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও দেশ এখনো অরক্ষিত। যতদিন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে পতিত স্বৈরশাসকের দোসরদের বিতাড়িত না করা যাবে ততদিন আমরা কেউ নিরাপদ নই।

তিনি বলেন, আমরা এখনো মিথ্যা রাজনৈতিক মামলা থেকে দায়মুক্তি পাচ্ছি না। আজও আদালতের বারান্দায় অনবরত হাজির হতে হচ্ছে। বিএনপির যেসব নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে রেখেছিল তা এখনো তাদের দখলেই আছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের ৫১নং বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডে ‘এলাকাবাসীর কথা শুনতে চাই এবং শীতার্তদের শীত বস্ত্র বিতরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল বলেন, আজকে চেয়ারম্যান মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলব, আপনারাও কি এদের পুনর্বাসন করবেন, না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন?
‘প্রশাসনকে দোসরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না’
ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

তিনি বলেন, দেশের থানার কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সবাই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতাত্মা সব সচিব এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে, যা দেশের জন্য, গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ড সাবেক যুবদল নেতা রিয়াজ উদ্দিন সরদার, শ্যামপুর থানা বিএনপি নেতা মো. সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা, মীর্জা আব্দুল খালেক লিটন, ক্বারি ওবায়দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ৫১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মো. মমিন মিয়া, ৪৭নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব মো. মুরাদ মামুন, ৫২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইমরানা মেহেদী, ৫৪নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, শামীম রেজা, পিন্টু চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য মো. সেলিম, স্বেচ্ছাসেবক দল শ্যামপুর থানার যুগ্ম আহ্বায়ক কামাল হাওলাদার, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কদমতলী থানার সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, শ্যামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল সাঈদ রনি, কদমতলী থানার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান শহিদ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য পারভেজ মোল্লা মার্সেল প্রমুখ।

অনুষ্ঠান শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions