তিন উপজাতি সন্ত্রাসীকে ধরে পুলিশে দিল জনতা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি জনপথ কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতল এলাকা থেকে তিন উপজাতি সন্ত্রাসীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। জানা যায়, বিকেলের দিকে তিন পাহাড়ি সন্ত্রাসী কাঞ্চনাবাদ পাহাড়ি অঞ্চল আমতল এলাকায় ভালো মানুষ সেজে বসে ছিলো। এসময় এলাকার মনছুরসহ কয়েকজন আসার সময় তাদের ধমক দেয় এবং আটকের চেষ্টা করে। এসময় পাহাড়ের উপর অস্ত্র নিয়ে অবস্থানকারীরা নামার চেষ্টা করলে স্থানীয় জনতা তিনজনকে ধরে টেনে নিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে পাহাড়ের উপর অবস্থানকারী অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড গুরুংগু পশ্চিমপাড়া এলাকার মৃত অংথোয়াইপ্রুর ছেলে চাইহ্লা খিয়াং (৪০), মৃত লুইসা খিয়াং এর ছেলে মংপ খিয়াং (৫৩) এবং মৃত সেইথোয়াই খিয়াং এর ছেলে চিংলা খিয়াং (৪৫)। স্থানীয়রা জানান, আটককৃত তিনজন সরাসরি অপহরণের সাথে জড়িত রয়েছে। গত কিছুদিন আগে তারা এলাকার ইব্রাহিম, ইসমাইল, আলী মুছা, আহমদ হোসেনসহ বেশ কয়েকজনকে অপহরণ করে মারধর করে এবং মুক্তিপণ আদায় করে। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions