বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন ডাকাতির সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার বাসিন্দা মো. খাইরুল আমিন (২১), শামুকছড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম মানিক (২২) ও মেম্বারপাড়ার বাসিন্দা মো. সালা উদ্দিন (২৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকার বাসিন্দা মো. দিদার (২৫), উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ার বাসিন্দা আবুল শরীফ (২২) এবং সোনারপাড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (২৫)।
ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, গত ৪ জানুয়ারি লামা-চকরিয়া সড়কের পাঁচ মাইল এলাকায় এনজিও কর্মী জাহেদ হাসানের মোটরসাইকেল দাড় করিয়ে দুর্বৃত্ত চক্র তার মোটরসাইকেল, স্মার্ট ফোন ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রেক্ষিতে জাহেদ হাসান বাদী হয়ে লামা থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পর আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি উপজেলার ইয়াংছা বাজার এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ আরো ৫ জনকে আটক করে। আসামীদের কাছ থেকে ৩টি বাইক ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে গত ৪ জানুয়ারি ডাকাতির কথা স্বীকার করে আসামীরা।
এদিকে রবিবার দুপুরে বান্দরবান পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, ডাকাতি ঘটনার মূলহোতা হাবিবুর রহমান ওরফে গুটিসহ মোট ৭ ডাকাতকে আটক করা সম্ভব হয়েছে।
শহিদুল্লাহ কাওছার আশা প্রকাশ করেন, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রটিকে চিহ্নিত ও আটক করার ফলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।