খাগড়াছড়ি:- পাহাড়ের সৌন্দর্য উঁচু নীচু টিলাকে ন্যাড়া করে ফসিল জমি ভরাট করে খাগড়াছড়ির মানিকছড়িতে অবাধে দালানকোঠা বানাচ্ছে একশ্রেণীর মানুষ! প্রশাসনের নজর আড়াল করে গভীর রাতে টিলার মাটি কাটায় গড়ে ওঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এরা আইনের তোয়াক্কা না করে বর্তমান সময়েও পাহাড় ন্যাড়ায় সোচ্চার! গতরাতে পাহাড় কাটা এবং নীচু জমি ভরাটের গোপন খবরে উপজেলার শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় ১টি স্কেভেটর, ৩টি ড্রাম ট্রাক ও ১টি মোটরসাইকেলসহ ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তিনটহরী ইউনিয়নের শান্তিনগর এলাকায় গভীর রাতে পাহাড় কাটার গোপন খবরে সেনাবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) অভিযান পরিচালনা করেন। এসময় পাহাড় কাটা ও ফসলি জমি ভরাট কাজে থাকা ১টি স্কেভেটর, ৩টি মিনি ট্রাক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ট্রাক ও স্কেভেটর ড্রাইভার ৫ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আবদুল হাই, মো. সাকিব, মো.সুমন, থোইউ মারমা, মো. আকতার হোসেন প্রমূখ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে পুলিশ বাদী হয়ে মানিকছড়ি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।