শিরোনাম
রাঙ্গামাটির কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি ভারতের জন্য ট্রাম্প ২.০ এর আশার সম্ভাবনা কি স্তিমিত ? পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের চাঁদার দাবিতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন লাখো মানুষ নিজেকে বদলানোর প্রথম সোপান হলো খেলাধুলা: জেলা প্রশাসক আওয়ামীলীগের সাথে আতাত করে বিএনপির ভাবমুর্তি যারা ক্ষুন্ন করছে তাদের রেহাই দেওয়া হবেনা -মামুনুর রশিদ মামুন রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: আরও এক আসামি গ্রেপ্তার চট্টগ্রামে খাবারে কেমিক্যাল ব্যবহার, কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা খাগড়াছড়ির দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২

রাঙ্গামাটির কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সোনাইছড়ি একাদশ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ১১ই বেঙ্গল ও রাঙ্গামাটি জোন এর সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কর্তৃক আয়োজিত দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আজ শুক্রবার, ২৪ জানুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ বেনুবন, বেতবুনিয়া ১ নং মডেল ইউপি, কাউখালি, রাঙ্গামাটি পার্বত্য জেলায় সকাল ১১টায় শুরু হয়।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বেনুবন একাদশ ফুটবল দল, ডলুছড়ি একাদশ ফুটবল দল ও সোনাইছড়ি একাদশ ফুটবল দলের খেলোয়াড় অংশ গ্রহন করেন।
সকালের খেলায় ডলুছড়ি একাদশ ০২ গোলে বেনুবন একাদশ পরাজিত করেন।
বিকাল ৩টায় ডলুছড়ি একাদশ ও সোনাইছড়ি একাদশ এর মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্রাইবেকারে জিতে সোনাইছড়ি একাদশ চ্যাম্পিয়ন হয়।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উত্তমানন্দ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো ।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ১১ই বেঙ্গল ও রাঙ্গামাটি জোন এর অধিনায়ক ল্যাঃ কর্ণেল এরশাদ হোসাইন চৌধুরী, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্টে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু,রাঙ্গামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শরিফুল ইসলাম শাকিল, কাউখালি উপজেলা বিএনপি’র সহ সভাপতি পাইচিমং মারমা বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়া ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক সুইহলামং পর্যবেক্ষক হিসাবে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করেন।
রেফারী ও টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করেন উদয়ন বড়ুয়া।
এসময় দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, সদস্য প্রকাশ কুসুম বড়ুয়া, জিনপদ বড়ুয়া (কারবারী), ধীমান বড়ুয়া, শ্যামল চৌধুরী, দুকুল বড়ুয়া, সুচিত্র বড়ুয়া,সম্ভু বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, সাগর বড়ুয়া, জীবন বড়ুয়া, সবুজ বড়ুয়া, বনপদ বড়ুয়া, সুমেধু বড়ুয়া, এসআই শুভ চৌধুরী, অসিম বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, সানি বড়ুয়া, নয়ন বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, শংকু বিকাশ চৌধুরী, বদন বড়ুয়া, বাবুল বড়ুয়া, বেনুবন একাদশ ফুটবল দলের তেমিয় বড়ুয়া, ডলুছড়ি একাদশ ফুটবল দলের বাবু বড়ুয়া ও সোনাইছড়ি একাদশ ফুটবল দলের রুবেল বড়ুয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবুল আহাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট উপভোগ করেন ।
দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট খেলার ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন কাঞ্চন বড়ুয়া। দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান সঞ্চলনা করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নির্মল বড়ুয়া মিলন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions