রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি স্থাপনে এসএ টিভি আরো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে রাঙ্গামাটিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। রবিবার এসএটিভির ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ আর দেশীয় সংস্কৃতি তুলে ধরে এসএটিভি মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।এছাড়াও ইসলামিক সিরিজ প্রচার করে এসএটিভি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৬০ বেঙলের অধিনায়ক লে কর্নেল মু জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, জেলা জাসাস এর সভাপতি কামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মো আলী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ওয়াহিদুজ্জামান রোমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ সোলায়মান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহমেদ।
বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এরই ধারাবাহিকতা আগামীর বাংলাদেশ গড়তে সাংবাদিকরা জাতীর পাশে থাকবে।
আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে প্রধাত অতিথি এসএ টিভির প্রতিনিধির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।