খাগড়াছড়ি:- বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি , শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়ে বলেন, পাহাড়ের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বসবাস। সবাই আমাদের ভাই। সবাই সম্প্রীতি চাই। বাংলাদেশ সেনাবাহিনীও পাহাড়ে সম্প্রীতি উন্নয়নে কাজ করছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা সদরে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত বুদ্ধ সম্প্রদায়ের সংঘদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদানসহ নানা আয়োজন ছিল।
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান পার্বত্য চট্টগ্রামকে একটি ময়ূরের পালক উল্লেখ করে বলেন, এ বাগানে বিভিন্ন ফুল রয়েছে।সবাই সম্প্রীতিতে বসবাস করছে। তিনি বিভিন্ন বুদ্ধ বিহার-মন্দিরের যেকোনো কর্মকাণ্ডে সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে বলেন, কোন এক সময় পার্বত্যবাসী চাওয়া-পাওয়ার ধরন পাল্টে যাবে। কোন দুর্ঘনা ঘটলে আপনার সেনাবাহিনীকে খুঁজবেন, বলবেন, সেনাবাহিনী কই, সেনাবাহিনী আসছে না কেন।
তিনি বলেন, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সবাই পরামর্শ ও উপদেশ নিয়ে কাজ করছে।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদ ও য়ংড বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।