ডেস্ক রির্পোট:- পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে সাঁথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।