খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পৃথক অভিযানে মহালছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন ও গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পৃথক অভিযানে জেলা সদর ও মহালছড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বুধবার সকালে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামী রোববার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনের রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত।