শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে— সাইফুল ইসলাম শাকিল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব জাতিসত্তার জন্য কাজ করতে হবে–সন্তু লারমা রাঙ্গামাটিতে ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধ দগ্ধ বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা জারি প্রয়োজনীয় সংস্কার সেরে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো ডেঙ্গুতে চলতি বছরের ডিসেম্বরে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল দেশের স্বার্থবিরোধী প্রকল্প ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় নিহত শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ,নাম-নেতৃত্ব-কমিটি ও গঠনতন্ত্র চূড়ান্ত হয়নি

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে— সাইফুল ইসলাম শাকিল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ দেখা হয়েছে

কাউখালী,রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেছেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। তিনি বলেছেন স্বৈরাচারের কিছু দোসর এখন বিএনপির ভিতরে ঢুকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। স্বৈরাচারের এসব দোসরদের ব্যাপারে সকলকে সোচ্চার থাকতে হবে। তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
তিনি শনিবার (২১ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।


বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাউখালী সিনিয়র সহ সভাপতি সাজাই মং মারমা, সহ-সভাপতি পাইচিং মং মারমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আবুল কাশেম, আবুল মনছুর ,কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল মোতালেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছগির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক , মোঃ আবু বক্কর তারা মিয়া, শওকত হোসেন প্রমুখ।
সভায় বেতবুনিয়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।
বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions