শিরোনাম
রাবিপ্রবিতে উপাচার্যের শূন্য পদ পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি, অস্ত্রবিরতি আলোচনা চলছে অনুমোদিত প্রকল্প বাতিল শুরু,একনেকে উঠছে প্রকল্প বাতিলের প্রস্তাব তত্ত্বাবধায়ক বিলুপ্তির বিধান বাতিল, গণভোট পুনর্বহাল কেন মোদির টুইটের প্রতিক্রিয়া জানাবে না বাংলাদেশ বড়দিন-থার্টিফার্স্টে পটকা-আতশবাজি ও ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা খাগড়াছড়ি চেঙ্গী ও মাইনী নদী ড্রেজিংয়ে কমবে বন্যা রাঙ্গামাটিতে দীপংকরের হাতেই নিয়ন্ত্রিত হতো নিয়োগ-ঠিকাদারি-মনোনয়ন,অবৈধ সম্পদ অর্জনের বড় জোগানদাতা মুছা মাতব্বরসহ ৪ জন রাঙ্গামাটিদত সাংবাদিক মোস্তফা কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ

রাঙ্গামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি শহরের জিমনেসিয়ান মাঠে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার এস এম ড.ফরহাদ হোসেন বিজয় মেলা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সুধীর কান্তি মজুমদার নান্টু, জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ, পুলিশ সুপার এস এম ড.ফরহাদ হোসেন ও মুক্তিযোদ্ধা সন্তান সৈকত রঞ্জত চৌধুরীসহ আরো অনেকে।

এসময় বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সুধীর কান্তি মজুমদার নান্টু বলেন, রাজনৈতিক অস্থিরতা, দেশে চেয়ার দখলের পায়তারা ও প্রতি হিংসার রাজনীতি চলছে। অতীতকে আমরা যেন ভুলে না যাই সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি অরাজকতা সৃষ্টির জন্য নহে। রাজনৈতিক দল হউক বা সরকারি কর্মচারি সকলে দেশের প্রতি শ্রদ্বাশীল হয়ে কাজ করার আহবান জানান। অনেক ত্যাগ,নির্যাতন ও নির্মম প্রহরের মাধ্যমে আমাদের মা বোনদের ইজ্জত লুন্ঠন ও হায়ানাদের বর্বরচিত নির্যাতনের মাধ্যমে এদেশ স্বাধীন করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ বলেন, ২০২৪ সালের আগষ্ট মাসের গণআন্দোলনের কথা তুলে ধরেন। এই দেশ যত দিন থাকবে ততদিন এই দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখিবে। তাই আমি রাঙ্গামাটি সহ সারা দেশের মুক্তিযোদ্ধাদের আজকের দিনে স্মরণ করছি। মুক্তিযোদ্ধাদের প্রতিদান দেওয়া সম্ভব নহে।

পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বলেন, গণতন্ত্রকে বিভিন্ন ভাবে হরন করতে দেখেছি। সকল প্রকার দলীয় দিকগুলো বাদ দিয়ে দলমত নির্বিশেষে এদেশ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, রাঙ্গামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শরীফুল ইসলাম শাকিল। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মূখে ফ্যাসিস্ট হাসিনা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারী শেখ হাসিনা ভারতে বসে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।

মুক্তিযোদ্ধা সন্তান সৈকত রঞ্জত চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছে। তাই সুন্দর বাংলাদেশ বিনিমাণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব শ্রেষ্ঠত্ব অবদানের কথা বলে শেষ করা যাবে না। এই দেশ আমার এই সবার এই দেশের প্রতি সকলের অজস্র ভালোবাসা থাকা একান্ত প্রয়োজন বলে মনে করি।

পরে জেলা প্রশাসনের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার এসএম ড. ফরহাদ হোসেন। জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন এবার বিজয় মেলায় ৫৫টি স্টল বসানো হয়েছে। এই মেলা চলবে ৩দিন ব্যাপী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions