ডেস্ক রির্পোট:- ঝড়ো হাওয়া তুলে, তুমুল আওয়াজে এলেন তিনি! হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন, তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। আর যখন ঝুটি বাঁধা চুল সামনে এলো, ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তার ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন আফরান নিশো। এর মাধ্যমে দেড় বছর পর আড়াল ভাঙলেন অভিনেতা। জানালেন, ‘দাগি’ হয়ে ফিরছেন তিনি। ৮ই ডিসেম্বর আফরান নিশোর জন্মদিনের বিশেষ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছেন, রোজার ঈদে ফিরছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফরম চরকি। ৮ই ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার। ছবি নিয়ে নিশো বলেন, আমি সবসময়ই চাই, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে।