রাঙ্গামাটি:- রাঙ্গামাটির শহরের তবলছড়ি থেকে উদ্ধার বন মুরগি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে উদ্ধার হওয়া বন মুরগি ৬টি অবমুক্ত করা হয়।
অবমুক্ত করার সময় রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, সদর টহল দল নেতা সফিকুল ইসলাম, সদর রেঞ্জার আঃ হামিদ, কামরুল ইসলাম (রেঞ্জার), আবু নাইম, শহিদুল আলম, মিডিয়াকর্মী ফাতেমা জান্নাত মুমু, কবির হোসেন (সাবেক সভাপতি কাপ্তাই প্রেসক্লাব) ও রাম পাহাড় বিট কর্মকর্তা মাসুূদ আলমসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার রাতে বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের নির্দেশে রাঙ্গামাটি সদর উপজেলাধীন তবলছড়ি ব্রিজের উপর থেকে বন মরগিগুলো উদ্ধার করা হয়।