রাঙ্গামাটি;- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে নির্দলীয়, সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগের দাবিতে মানববন্ধন পালন করেছে ইউপিডিএফ সমর্থিত ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। শনিবার সকালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এই মানববন্ধন পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সদস্য শ্রদ্ধা চাকমা।
এসময় তিনি বলেন, ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের পর ১৯৯৯ সালে ২৭ মে তৎকালীন হাসিনা সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করে। সেই সময় যাদেরকে পরিষদে নিয়োগ দেয়া হয়েছিল, ২৫-২৬ বছর পরও তারা এখনো একই পদে আসীন রয়েছেন। পরিষদের মেয়াদ পাঁচ বছর হলেও এতো বছরেও আঞ্চলিক পরিষদ পুনর্গঠন না হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরো বলেন, আঞ্চলিক পরিষদ সরকার থেকে যে বরাদ্দ পায়, তার খরচের কোনও জবাবদিহিতা নাই। সাধারণ মানুষ জানে না, আঞ্চলিক পরিষদের বরাদ্দ দিয়ে তারা কী করে? জনগণের সাথে তাদের কোনও সম্পর্ক নেই, কোনও দায়বদ্ধতা নেই। তিনি অতিসত্ত্বর আঞ্চলিক পরিষদে নির্দলীয়, সৎ ও যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেয়ার দাবি জানান।
প্রসঙ্গত, সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে ইউপিডিএফের আদর্শিক দ্বন্দ্বের কারণে ইউপিডিএফ সৃষ্টিলগ্নের পর থেকেই রাঙ্গামাটি শহরে কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারেনি। কিন্তু এদিন ইউপিডিএফের নেতাকর্মীরা ঝটিকা শহরের বাঙালি অধ্যুষিত এলাকা রিজার্ভ বাজারে ইঞ্জিনচালিত নৌকায় উপজেলা থেকে এসে পাঁচ মিনিটের মধ্যেই মানববন্ধন পালন করে গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনসংহতি সমিতির নেতৃবৃন্দ কিছুই বুঝে উঠার আগে আবারো ইঞ্জিনচালিত নৌকায় শহর ত্যাগ করে। এদিকে আঞ্চলিক পরিষদের গঠনের পর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।