রাঙ্গামাটি:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই যোদ্ধা ও সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার বাদে জুমা, রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো. হাবীব আজম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজ, সরকারি কলেজ এর শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম সৈনিক মো. ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলমসহ সাধারণ ছাত্র- জনতা উপস্থিত ছিলো।
তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ বৃহস্পতিবার মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।(বিজ্ঞপ্তি)