ডেস্ক রির্পোট:- ভারতের অঙ্গরাজ্য হিসেবে পার্বত্য চট্টগ্রামকে অন্তর্ভুক্তির জেএসএস সন্তু লারমার দাবি পার্বত্য চুক্তির অসারতা ও অকার্যকারীতাকেই প্রমাণ করে বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা উক্ত মন্তব্য প্রকাশ করেন।
তিনি বলেন, “সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের এক রিপোর্টারকে দেয়া সাক্ষাতকারে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের জনৈক প্রতিনিধি ভারত সরকারের কাছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। তার এই দাবি পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও পার্বত্য চুক্তি সম্পর্কে জেএসএস সন্তু গ্রুপের অবস্থান পরিবর্তনকেই ইঙ্গিত দেয়, যা গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো একটি বিষয়।”
একই সাক্ষাতকারে জেএসএস প্রতিনিধির “স্বাধীনতার” দাবি প্রসঙ্গে অংগ্য মারমা বলেন, “জেএসএস সন্তু গ্রুপ পার্বত্য চট্টগ্রামকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার অথবা স্বাধীনতা দেয়ার দাবি উত্থাপনের মাধ্যমে প্রকারান্তরে আরও একবার স্বীকার করেছে যে, পার্বত্য চুক্তি এখন একটি মৃত চুক্তিতে পরিণত হয়েছে।”
ইউপিডিএফ মুখপাত্র মনে করেন জেএসএস সভাপতি সন্তু লারমার নির্দেশে ও পরামর্শে এবং নতুন দিল্লিস্থ জেএসএসের স্থায়ী প্রতিনিধি করুণালংকার ভিক্ষুর ব্যবস্থাপনায় উক্ত সাক্ষাতকার দেয়া হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি