রাঙ্গামাটি:- রাঙ্গামাটির শতবর্ষ প্রাচীন মন্দির মাঝেরবস্তিতে অবস্থিত শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব এই ‘রাস উৎসব’। প্রতি বছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এই রাস উৎসব।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গৌর নিতাই আশ্রমে মহানাম সংকীর্তনের অধিবাস, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে সূচনা হয় রাস মহোৎসবের। দূর দুরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে রাস পুজায় সাজানো দেববেদীদের দর্শন পেতে। ভক্তবৃন্দরা মন্দিরে সাজানো রাধা-কৃষ্ণের প্রতিমা চক্রটি ঘুরিয়ে পা ছুয়ে নিজের ও পরিবারের এবং বিশ^বাসীর সুখ শান্তি মঙ্গল কামনা করেন। এছাড়া অন্যান্য দেবদেবীর প্রতিমাতে মোমবাতি ও ধুপকাঠি প্রজ্জ্বলন করে থাকেন।
এছাড়া অনুষ্ঠানার মধ্যে আরো রয়েছে, অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, লীলা প্রদর্শনী ও মহাপ্রসাদ আস্বাদন। এছাড়া মাঠে বসেছে রাসপূর্ণিমা মেলা। রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে ও মেলায় বেড়েছে লোক সমাগম। মেলায় ছোটদের জন্য নাগরদোলা ও বিভিন্ন রাইডের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া দোকানীরা বিভিন্ন মালামাল নিয়ে পসরা সাজিয়ে বসেছে মেলায়। ভক্ত বৃন্দরা মন্দির পরিদর্শন শেষে মেলা থেকে বিভিন্ন মালামাল কিনতে ভিড় জমিয়েছে।
বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা। আগামী ১৭ নভেম্বর ভোরে শেষ হবে এ রাস উৎসব।