রাঙ্গামাটিতে অবৈধ নাম্বারবিহীন অটোরিক্সা বন্ধের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা অটোরিক্সার সচেতন চালকরা। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শহরের বনরুপা পুলিশ বক্সের সামনে এই মানববন্ধন করেন তারা।

এসময় তারা বলেন, রাঙ্গামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটার। এতো ছোট শহরে প্রায় ১৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে। রাঙ্গামাটি শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি। বর্তমানে ১৪শ সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট।

এর ভেতর অনট্রেস গাড়ির শতশত। এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন। যা চালকদের দূর ভোগের শেষ নেই। এভাবে সিএনজির রেজিষ্ট্রেশন দিতে থাকলের চালকরা কিভাবে সংসার চালাবে চালকরা । তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহবান জানান।

তারা অভিযোগ করে বলেন, রাঙ্গামাটিতে এক শ্রেনির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ৫লাখ টাকার সিএনজি ৭ থেকে ৯ লাখ টাকা বিক্রি করেন। এভাবে তারা ব্যবসা করে যাচ্ছেন। এতে চালকদের কোনো লাভ তো হচ্ছেই না বরণ এখন সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে চালকদের।

প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন,রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ সহ রাঙ্গামাটিতে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয়। মানববন্ধনে, আবার যদি সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া হয় তাহলে কঠোর আন্দোলনে নামবে এমন হুশিয়ারী দেন চালকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions