স্পোর্টস ডেস্ক:- সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে নাজমুল হোসেন শান্তর ফিফটি, জাকের-সৌম্য-নাসুমের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় টাইগাররা। এরপর বোলারদের দারুণ বোলিংয়ে সেটা ডিফেন্ড করে জয় তুলে নেয় শান্তর দল। এই ম্যাচ দিয়ে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৯ বছর পর জিতলো বাংলাদেশ।
আজ শারজাহতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের ৬৮ রানে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। আগে ব্যাটিং করে ২৫২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সৌম্য সরকার ৩৫, জাকের আলী অনিক ৩৭ ও নাসুম আহমেদ করেন ২২ রান।
জবাবে ৮৪ রানে থামে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার নাসুম আহমেদের। আর ২টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।