রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২) উপধারায় কাজল তালুকদারকে জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়াও জেলা পরিষদের ১৫ জন অন্তর্বর্তকালীন যারা সদস্যরা হলেন, বাঘাইছড়ি থেকে দেব প্রসাদ চাকমা, নানিয়ারচর থেকে প্রনতি রঞ্জন খীসা, রাঙ্গামাটি জেলা সদর থেকে প্রতুল চন্দ্র দেওয়ান, জাতীয় দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান, কাপ্তাই থেকে কাওসিংমং, রাঙ্গামাটি সদর থেকে নাইউ প্রæ মারমা, বিলাইছড়ি উপজেলা থেকে ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙ্গামাটি পৌর এলাকা থেকে রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, নানিয়ারচর থেকে দয়াল দাশ, রাঙ্গামাটি পৌর এলাকা থেকে মো. হাবিব আজম, লংগদু থেকে মিনহাজ মুরশীদ, রাঙ্গামাটি জেলা সদর থেকে বৈশাখী চাকমা এবং লুৎফুন্নেসা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়-পুনরাদেশ না দেয়া পর্যন্ত উর্পযুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবতীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।