রাঙ্গামাটি:- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সমাজের হতদরিদ্রদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে ন্যায্য মূল্যের খোলা বাজার বসানো হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের পৌরসভা চত্ত্বরে খোলা বাজারের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বাজারে পেয়াজ কেজি প্রতি বিক্রী করা হচ্ছে ৯০ টাকায়। আলু কেজি প্রতি ৫০ , মূলা ৫০, শসা ৩০, বেগুন ৫০, বরবটি ৫০, কাচা মরিচ ১২০ এবং পটল কেজি প্রতি ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।, লাউ প্রতিপিস ৩০ টাকা এবং ডিম ডজন প্রতি ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
সূলভ মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
জেলা প্রশাসনের এই খোলা বাজার পরিচালনায় সহযোগিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, সুলভমূল্যে এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হচ্ছে। যতদিন বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি থাকবে ততদিন এ বাজার পরিচালনা করা হবে।