শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ-সমাবেশ ডিসেম্বরে বাংলাদেশ-ভারত বৈঠকের প্রস্তুতি, হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা বিচারের পর আ.লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে-টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: জাগপা নেতা রহমত নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায় নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন ‘জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই’ রাঙ্গামাটির কাপ্তাই অটল ছাপ্পান্ন আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে কমিটি, অ্যাপস থেকে পাস

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে যুবদলের র‌্যালি, সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে র‌্যালি, সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের পৌরসভা চত্ত্বর থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি জেলা কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী’র সভাপতিত্বে এতে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর যুবদলের সদস্য সচিব কামাল হোসেন, সদর যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন।

প্রধান বক্তা মনিস্বপন দেওয়ান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। সকলের ঐক্যের মাধ্যমেই আগামীর বাংলাদেশ বির্নিমাণ করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন অতীত হয়ে গেছে। তাকে নিয়ে ভাবার আর কিছু নেই। দেশে অনেকগুলো পাওয়ারফুল করিডোর আছে, যারা দেশকে আবারো আগের অবস্থায় নিয়ে যেতে চায়, আমরা যাতে সেই ফাঁদে পা না দিই।

প্রধান অতিথি এডভোকেট দীপেন দেওয়ান বলেন, যুবদলকে জননেতা তারেক রহমানের আদর্শে পথ চলতে হবে। পাশাপাশি যেসকল গুটিকয়েক নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণœ করতে চাই তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে তারা দলকে কলঙ্কিত করতে না পারে। পাশাপাশি তিনি সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকারও আহবান জানান।

আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions